মামলা নং- 09/2021 আদেশ এর তারিখ: 10.11.2021ইং।
বাদী: মো: আজাদুল ইসলাম, পিতা: মো: এন্তাজ আলী, গ্রাম: গজারিয়া, ডাকঘর: ফুলছড়ি, উপজেলা: ফুলছড়ি, জেলা: গাইবান্ধা।
বিবাদী: মোছা: ছায়া বেগম, পিতা: মো: ছকু মিয়া, গ্রাম: দক্ষিণ উল্যা, ডাকঘর: ভরতখালী, উপজেলা: সাঘাটা, জেলা: গাইবান্ধা।
মামলার ধরন: ফৌজদারী সংক্রান্ত।
আদেশ: এই মর্মে আদেশ নামা প্রদান করিতেছি যে, বাদী পক্ষের দায়েরকৃত অভিযোগটি গত 29.07.2021ইং তারিখে গ্রহন করি এবং বাদী ও প্রতিবাদীদের প্রতি পরপর 4টি সমন প্রদান করি। প্রতিবাদীদের প্রতি নোটিশ করা সত্বেও তাহারা গড় হাজির থাকে। বাদী পক্ষের মৌখিক জবানবন্দিতে প্রকাশ করে যে, বাদী 2011ইং সালে 1নং প্রতিবাদীকে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করিয়া সুখে শান্তিতে ঘর সংসার করিয়া আসিতেছিল কিন্তু প্রায় 18 মাস হতে 1নং প্রতিবাদী 2 হতে 4নং প্রতিবাদীর ইন্ধনে বাদীর সংসারে নানান অশান্তি সৃষ্টি করিয়া বাদীর ঔরষজাত 2 শিশু সন্তানের মধ্যে 3 বছরের বয়সের শিশু কন্যাকে নিয়ে লোক চক্ষুর অন্তরালে পালিয়ে যায়। বাদী বহু চেষ্টা করিয়াও তাহার স্ত্রী সন্তানকে ফেরত আনতে না পারায় অত্র আদালতে নালিশ করিয়াছিলেন। কিন্তু তারপরেওপ্রতিবাদীগন বাদীর দায়েরকৃত মামলায় কোন জবাব বা আপত্তি দাখিল করেন নাই এবং অত্র আদালতে হাজির হয় নাই। ইহাতে প্রমাণিত হয় যে, প্রতিবাদীগন প্রকৃত পক্ষে দোষী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। বাদীর দায়েরকৃত মামলাটি অত্র আদালতে নি:স্পত্তি করিতে না পারায় তাহার দাবী আদায়ের জন্য উচ্চ আদালতের শরানাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস