গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলারধীন ০৪নং গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রখ্যাতব্যক্তিত্বর জন্ম হয় কিন্তু কালের বিবরর্তনে তাহাদের কোন তথ্য সংরস্কন না করায় তাহাদের কোন ইতিহাস আমাদের জানা নেই। তাহার পর কিছু কিছু লোকের সংক্ষিপ্ত ইতিহাস আামদের জানা দরকার।
শাহ্ মো: আব্দুল কাইয়ুম:
তিনি গজারিয়া ইউনিয়নের ভাদাই পাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ম্যাটিক পাশ করার পর বাংলাদেশ রেলওয়ে এর তিস্তামুখ ঘাটের খালাসী পদে চাকুরীতে যোগদান করেন। চাকুরী করার পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে নিজের মেধা, অর্থ ও সময় ব্যয় করেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়তে তিনি সহযোগীতা করেন তাহার মধ্যে- ফুলছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদালয়, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসা, ফুলছড়ি ডিগ্রী কলেজ, ফুলছড়ি শহীদ মিনার এবতেদায়ী মাদরাসা সহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস