গাইন্ধার জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে গজারিয়া মৌজার গজারিয়া গ্রামে অবস্থিত।
1991 সালে স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে গেলে এলাকার শিক্ষানুরাগী জনাব শাহ্ মো: আব্দুল কাইয়ুম, জনাব মোঃ শফিউল ইসলাম সাজু, জনাব মোঃ খোরশেদ আলী সরকার, জনাব মোঃ জোবেদ আলী সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি অত্র স্থানে স্থাপন করা হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
ছাত্র- 363 জন।
ছা্ত্রী- 226 জন।
স্কুলটি সরকারি হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার, ফুলছড়ি, গাইবান্ধা এর দেখভাল করার দায়িত্ব পালন করছে।
01। 2023 সালে এস এস সি পরীক্ষার ফলাফল- 93%
02। 2022 সালে এস এস সি পরীক্ষার ফলাফল- 98%
01। অত্র স্কুলের 80% ছাত্র-ছাত্রী শিক্ষাবৃত্তির আওতাধীন।
প্রতি বছর অত্র প্রতিষ্ঠান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেব নির্বাচিত হয়।
# 2023 সালে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপজেলার মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
# 2023 সালে অত্র প্রতিষ্ঠনের সহকারি শিক্ষক জনাব শাহ্ বোরহান উদ্দিন আহম্মেদ মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ পাঠদান কারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
# প্রতি বছর অত্র উপজেলার বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে স্কুলটি সকল বিষয়ে প্রথম স্থান অর্জন করেন।
মিলন কুমার বর্মন
প্রধান শিক্ষক
01717329110
01। মোছাঃ আশরাফি জাহান- নবম শ্রেণী
02। পিয়াল হাসান হিমেল- দশম শ্রেণী
03। হিয়াতুজ জাহান হিরা- দশম শ্রেণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস